News Photo

‘প্রবাসীদের সঙ্কট উত্তরণ’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান

প্রবাসে মারা যাওয়া সব বাংলাদেশি নাগরিকের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনাসহ প্রবাসীদের বিভিন্ন সঙ্কট উত্তরণের ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ।

 ১৯ ফেব্রুয়ারি ২০২২ ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘প্রবাসীদের সঙ্কট উত্তরণ’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ দাবি উপস্থাপন করে সংগঠনটি।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ১০ দফা দাবিগুলো হচ্ছে:

১. প্রবাসে মারা যাওয়া সব বাংলাদেশি নাগরিকদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনতে হবে।
২. প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র ও প্রবাস থেকে ভোটদানের সুযোগ।
৩. বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ।
৪. প্রবাসীদের জন্য যুগোপযোগী দ্বৈত নাগরিকত্ব আইন ও পেনশন সুবিধা।
৫. পাসপোর্ট সংশোধনের সুযোগসহ দালালমুক্ত পাসপোর্ট ও দূতাবাস সেবা।
৬. প্রবাসী নিরাপত্তা আইন প্রণয়ন ও বাস্তবায়ন।
৭. জাতীয় বাজেটে প্রবাসীদের জন্য বিশেষ বরাদ্দ।
৮. বিদেশে কাগজপত্রবিহীন প্রবাসীদের বৈধকরণে সরকারের সহযোগিতা।
৯. বিদেশে প্রবাসীদের জন্য পর্যাপ্ত বাংলাদেশি দূতাবাস ও শ্রমকল্যাণ উইং স্থাপন।
১০. অভিবাসন ব্যয় ১ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ ও প্রবাস ফেরতদের কর্মসংস্থান, সুদমুক্ত পর্যাপ্ত ঋণ সুবিধা দেওয়া।

প্রধান অতিথির বক্তব্যে ডা. জাফরুল্লাহ বলেন, 'আমরা দেশ স্বাধীন করা মুক্তিযোদ্ধা। আর প্রবাসীরা দেশ গড়ার মুক্তিযোদ্ধা। কিন্তু দেশের অন্যান্য নাগরিকের মতো প্রবাসীরাও নানা সমস্যা-সংকটে আছেন। বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাসী নয় বলে এ সকল সমস্যা সমাধানে উদ্যোগ নিচ্ছে না। তাই এই সরকার বা দলীয় সরকারের অবসানের পর প্রয়োজনে আইন পরিবর্তন করে একটা জাতীয় সরকার বা নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে। ' গণতন্ত্রের স্বার্থে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও কারাবন্দি আলেম-ওলামাদের মুক্তি দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, সদস্য সচিব নুরুল হক নুর, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, গণতান্ত্রিক বাম মোর্চার প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সভাপতি প্রকৌশলী কবির হোসেন, সাধারণ সম্পাদক বিপ্লব কুমার পোদ্দার প্রমুখ।

News Link:

https://www.dhakaprokash24.com/national/news/8075

https://www.deltatimes24.com/details.php?id=82921

কাজটি শেয়ার করুন

Comment

আপনি কি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সদস্য হতে চান?