News Photo

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধসহ ১০ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের নেতারা। সোমবার (৮ মে) বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের ভূমিকা ও সংকট’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের দাবি প্রতি সমর্থন জানিয়ে সভার প্রধান অতিথি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, এই দশ দফা বাস্তবায়ন করতে হবে। এই দশ দফা বাস্তবায়নে কোটি কোটি টাকা খরচ করতে হবে না। এর জন্য চাই আন্তরিকতা। বর্তমান ফ্যাসিস্ট, অনির্বাচিত সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা না থাকার কারণে ১ কোটি ২০ লাখ প্রবাসীর প্রতিও তাদের কোনো দায়বদ্ধতা নেই। যে কারণে প্রবাসীদের এই দাবিগুলোর প্রতি তারা মনোযোগ দিচ্ছে না।

তিনি আরও বলেন, আমরা এই সরকারের কাছে ভিক্ষা চাই না। আমাদের এই মুহূর্তের আন্দোলন এই সরকারের পরিবর্তন, এই সরকারের বিদায়।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে নিজের আইকন উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা যদি আজকে তরুণদের পাশে না দাঁড়াই, তাহলে বাংলাদেশ অরক্ষিত থাকবে। আমরা যদি আজকে তরুণদের পৃষ্ঠপোষকতা না করি, আগামী দিনে বাংলাদেশ অভিভাবকবিহীন হবে। তাই আমাদের নৈতিক দায়িত্ব তরুণ সমাজকে এগিয়ে দেওয়া।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, সদস্য সচিব নুরুল হক নুর,   জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সুপ্রীম কোর্টের আইনজীবী মহসিন রশিদ, নাবিকের সভাপতি ব্যারিস্টার শিহাব উদ্দিন, গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক বিপ্লব কুমার পোদ্দার, যুগ্ম আহ্বায়ক তারেক রহমান প্রমুখ।

 

 

কাজটি শেয়ার করুন

Comment

আপনি কি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সদস্য হতে চান?