সরকারী হিসেব অনুযায়ী এখন পর্যন্ত প্রায় ১ কোটি ২০ লাখের বেশি বাংলাদেশি নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী হিসেবে অবস্থানরত আছেন, যদিও বেসরকারি হিসেবে প্রায় দুই কোটি। যা বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ১১ শতাংশ। কর্মসংস্থানের অপ্রতুলতায়, জীবন ও জীবিকার তাগিদে, উচ্চশিক্ষা ও উন্নত জীবনযাপনের লক্ষ্যে বিপুল সংখ্যক এই বাংলাদেশি নাগরিক তাদের শ্রম ও মেধাকে কাজে লাগিয়ে উপার্জিত বিপুল পরিমান বৈদেশিক অর্থ বাংলাদেশে প্রেরণের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন ও অর্থনীতিকে গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। প্রবাসী বাংলাদেশিরা বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করার মাধ্যমে উন্নত সমাজ ব্যবস্থা, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও উন্নত জীবনমান সম্পর্কে জানার, শেখার ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন, সঠিক প্রয়োগের মাধ্যমে অভিজ্ঞতা সম্পন্ন এই সকল প্রবাসী বাংলাদেশি নাগরিকেরা তাদের উন্নত ধ্যান ধারণার আলোকে বাংলাদেশের আর্থ সামাজিক ধারায় যুগোপযোগী গুনগত পরিবর্তন আনতে সক্ষম হচ্ছেন।
বিদেশে অবস্থানকালে সকল প্রবাসীদের এই পরিশ্রমী মানষিকতা ও লব্ধ অভিজ্ঞতা এবং তার আলোকে আমাদের প্রিয় জন্মভূমিকে বিভিন্নভাবে এগিয়ে নিতে নিরলস চেষ্টা করে যাচ্ছেন। প্রতিটি প্রবাসী বাংলাদেশি জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হিসেবে সকল নাগরিক অধিকারের পূর্ণ প্রাপ্যতা থাকলেও প্রকৃত অর্থে প্রবাসী বাংলাদেশি নাগরিকেরা তাদের ন্যায্য নাগরিক অধিকার থেকে বঞ্চিত। একটি অধিকার ভিত্তিক, অসাম্প্রদায়িক সংগঠন রূপে গঠিত "বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ" সকল বাংলাদেশি প্রবাসীদের প্রাপ্য অধিকার আদায়, সংরক্ষণ ও ন্যায় বিচার নিশ্চিত করতে এবং সেই সাথে সকল প্রবাসীর পরিবারের নিরাপত্তা, শিক্ষা ও চিকিৎসা সহ সকল মৌলিক অধিকার সুনিশ্চিত করতে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। এছাড়াও "বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ" প্রয়োজনে রাষ্ট্রীয় সহায়তা নেয়া এবং রাষ্ট্রকে সহায়তা করার মাধ্যমে প্রবাসীদের স্বার্থ রক্ষায় সকল প্রকার মানব পাচারকারী চক্রের কার্যক্রম বন্ধ ও শাস্তি নিশ্চিত করতে ও সকল প্রকার প্রবাসী স্বার্থ রক্ষা করতে বদ্ধপরিকর।
সংগঠনের নাম:
বাংলায়ঃ বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ
ENGLISH: BANGLADESH EXPATRIATES RIGHTS COUNCIL
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের আত্নপ্রকাশের তারিখঃ
বাংলা: ২৫ শে বৈশাখ, ১৪২৭ সাল (শুক্রবার)।
ইংরেজিঃ ০৮-০৫-২০২০ ইং (শুক্রবার)।
আরবিঃ ১৫ই রমজান ১৪৪১ হিজরি (শুক্রবার)।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের মূলনীতি:
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ৩ টি মূলনীতি(সম্প্রীতি, অধিকার, সমৃদ্ধি) এর উপর প্রতিষ্ঠিত।
সম্প্রীতি:
সম্প্রীতি বিশেষ্যপদ: সদ্ভাব, সন্তোষ, প্রনয়, আনন্দ ইত্যাদি। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ধর্ম, বর্ণ নির্বিশেষে সব গোত্রের, সকল পেশার প্রবাসী ভাই বোনদের মাঝে সদাচারন, একে অন্যের কর্মের প্রতি সন্তুষ্টিবোধ এবং আনন্দ ভাগাভাগি করার মধ্যে দিয়ে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ তাদের সম্প্রীতি বজায় রাখতে দৃঢ়তার সাথে কাজ যাবে।
অধিকার:
অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত সুযোগ সুবিধা যা ভোগের মাধ্যমে ব্যাক্তিত্বের বিকাশ ঘটে। আমরা বাংলাদেশীরা বিশ্বের বিভিন্ন দেশে কর্মের মাধ্যমে প্রতি বছরই রেকর্ড পরিমাণ অর্থ প্রেরণ করে থাকি। যা বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু আমরা প্রবাসে যে পরিমাণ সুযোগ সুবিধা পাওয়ার কথা তা থেকে আমরা অনেকেই বঞ্চিত বিভিন্ন দালাল চক্র, সিন্ডিকেট ও সরকারের কিছু কিছু ক্ষেত্রে গাফিলতির কারনে। তাই এই সব দিক বিবেচনা করে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ প্রবাসীদের নানান ধরনের সমস্যা উদঘাটন, চিহ্নিতকরন ও সমস্যা সমাধানের লক্ষ্যে এইসব অধিকারের বিষয় নিয়ে সোচ্চার থাকবে ও বাংলাদেশ সরকার ও প্রবাসী সংশ্লিষ্ট দফতর বা কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানাবে।
সমৃদ্ধি:
সমৃদ্ধির সমার্থক শব্দ উন্নতি, ঐশ্বর্ষ, প্রাচুর্য ইত্যাদি। প্রবাসীরা যুগের পর যুগ ধরে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর মধ্যে দিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রেখে যাচ্ছে। আর এই রেকর্ড সংখ্যক রেমিট্যান্স বাংলাদেশকে উন্নতির শিখরে পৌঁছে দিতে বাংলাদেশ সরকারের সহায়ক হিসেবে কাজ করছে প্রবাসীরা। তাই বাংলাদেশকে একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে পরিনত করতে প্রবাসীদের ভূমিকা অপরিসীম। সুতরাং বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ বিশ্বের সকল প্রবাসী কর্মীদের একত্রিত করে একে অন্যের প্রতি সন্তুষ্টি, সহমর্মিতা, সহযোগিতা, শ্রদ্ধা ও প্রবাসীদের অধিকার আদায়ের লক্ষ্য নিয়ে কাজ করা এবং বাংলাদেশ সরকারকে এসব বিষয়ে সহযোগিতা করে যাবে।
লক্ষ্য ও উদ্দেশ্য এবং কর্ম পরিকল্পনা:
লক্ষ্য:
বাংলাদেশের বাইরে পৃথিবীর যে কোন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের মৌলিক অধিকার আদায় এবং স্বার্থ নিশ্চিত করাই বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের মূল লক্ষ্য।
উদ্দেশ্য এবং কর্ম পরিকল্পনা:
১) বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশী প্রবাসীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহমর্মিতা, সহানুভূতি ও সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সকলকে একটি প্লাটফরমে নিয়ে এসে প্রবাসী ও আপামর গণমানুষের বঞ্চিত অধিকার আদায়ের লক্ষে কাজ করা।
২) প্রতারিত, অসহায়, বিপদগ্রস্ত প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করা।
৩) দালাল ও মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।
৪) বাংলাদেশী প্রবাসীদের মেধা, শ্রম ও দক্ষতা কে উপযুক্ত কাজে লাগানো এবং যথাযথ পদক্ষেপ নেবার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষকে অবহিত করা ও তা নিশ্চিত করতে সহযোগিতা সহ বিভিন্ন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া।
৫) প্রবাসীদের অধিকার আদায়ের মধ্য দিয়ে রেমিট্যান্সের পরিমান বৃদ্ধি করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা।
৬) বাংলাদেশ ও দেশের জনগনের উন্নয়নে সরব ভূমিকা পালন করা।
৭) বিমানবন্দরে প্রবাসীদের সকল প্রকার হয়রানি (অর্থনৈতিক, শারীরিক এবং মানসিক) বন্ধে প্রয়োজনীয় সকল প্রকার পদক্ষেপ গ্রহন করা।
৮) বিভিন্ন সচেতনতা ও উন্নয়ন মূলক কাজে অংশ নেওয়া সহ বিভিন্ন সময়ে (মহামারী, বন্যা, নদী ভাঙ্গন সহ সকল অনাকাঙ্ক্ষিত প্রাকৃতিক দুর্যোগে) অসহায় ও বিপদগ্রস্ত মানুষের কল্যাণে সাধ্যমত সাহায্য সহযোগিতা করা।
৯) দেশে ও বিদেশে সকল প্রবাসী বাংলাদেশীর সাধারণ সমস্যা সমূহ চিহ্নিত করবে ও সমাধানে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন কর্মসূচী কার্যক্রম গ্রহণ করবে।
১০) প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো আইন তৈরি ও স্বার্থ-বিরোধী যেকোনো আইন বাতিলের জন্য বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কর্মসূচী গ্রহণ করবে।
সংগঠনের স্লোগান:
অত্র সংগঠনের স্লোগান "এসো এক হই অধিকারের কথা কই"
কেন্দ্রীয় কার্যালয়:
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কার্যালয় (অস্থায়ী) ঠিকানা: ৩৭/২, প্রীতম জামান টাওয়ার (৭ম তলা), কালভার্ট রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে ও দেশসমূহের আওতাধীন জেলা/মহানগর/উপজেলা/ওয়ার্ড/ইউনিয়ন/..পর্যায়ের অফিস সমূহ শাখা অফিস হিসেবে বিবেচিত।
ওয়েবসাইট: https://bdpop.info