জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগসহ প্রবাসীদের যৌক্তিক ১০ দাবি এবং ইতালি প্রবাসীদের চলমান সমস্যা সমাধানের জন্য জনাব এ.টি.এম. রকিবুল হক, মান্যবর রাষ্ট্রদূত, বাংলাদেশ দূতাবাস, রোম, ইতালি বরাবর স্বারকলিপি দিয়েছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ইতালি শাখা।
গত ২০/১১/২০২৪ইং তারিখে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব রুমান জান্নাহর নেতৃত্বে ইতালিতে নিযুক্ত বাংলাদেশী মান্যবর রাষ্ট্রদূত জনাব এ টি এম রকিবুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও স্বারক লিপি প্রদান করেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ইতালি শাখার নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ইতালি শাখা র উপদেষ্টা রুহুল আমিন তালুকদার, সভাপতি এইচ এম ফারদিন ইয়ামিন, সাধারণ সম্পাদক জানি আলম (জনি), সাংগঠনিক সম্পাদক আছনাদ উদ্দিন হক, সহ সভাপতি ইউসুফ চোকদার, যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল আমিন সহ আরও অনেকে।
উল্লেখ্য, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর প্রধান উপদেষ্টা জনাব নুরুল হক নূর ও সভাপতি জনাব ইঞ্জিনিয়ার কবীর হোসেন ও সাধারণ সম্পাদক জনাব এস এম সাফায়েত হোসেনের পক্ষ থেকে জনাব এ.টি.এম. রকিবুল হক মান্যবর রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ইতালি শাখার নেতৃবৃন্দ মহামান্য রাষ্ট্রদূতের সাথে প্রবাসী ও দেশের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন। উক্ত আলোচনায় জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগসহ প্রবাসীদের যৌক্তিক ১০ দাবি নিয়ে আলোচনা হয়।
পাশাপাশি ইতালি প্রবাসীদের জন্য এপয়েন্টমেন্ট সিস্টেম সব সময় অপেন রাখা, ইতালি প্রবাসীদের পাসপোর্ট সংশোধন ও নবায়ন সহজ ও দ্রুততার সঙ্গে করা, ইতালির বিভিন্ন শহড়ে দূতাবাস সেবা কেন্দ্র স্থাপন, নতুন ছাত্রদের সার্বিক সহযোগিতা করা সহ প্রবাস বান্ধব সেবা প্রদান করা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। মান্যবর রাষ্ট্রদূত সরকারের উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রবাসী যৌক্তিক দাবি সমূহ সমাধান করার আশ্বাস দেন।
এছাড়া ই-পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে মানবর রাষ্ট্রদূত বলেন, ভোটার আইডি কার্ড ছাড়া শুধুমাত্র জন্মনিবন্ধন দিয়ে ৩০শে এপ্রিল ২০২৫ইং এর মধ্যে নবায়ন করা যাবে।
কাজটি শেয়ার করুন