News Photo

বৃটেন প্রবাসী রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের দেশে ফিরিয়ে নেওয়ার চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত

প্রায় ১৩ হাজার বৃটেন প্রবাসী রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের দেশে ফিরিয়ে নেওয়ার চুক্তি বাতিলের দাবিতে শহীদ আলতাব আলী পার্কে একটি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১০ই জুন ২০২৪ ইং বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, যুক্তরাজ্য শাখার উদ্দোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, যুক্তরাজ্য শাখার সভাপতি জামান আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান শামীমের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন, ইউ কে এবং ভয়েস ফর জাস্টিস, ইউ কে সভাপতি কে এম আবু তাহের চৌধুরী।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জনাব রাকেশ রহমান লেখক ও কলামিস্ট, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদশ লেবার পার্টি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আমির উদ্দিন মাস্টার, জনাব সৈয়দ মাহবুব ই জামিল অবসর প্রাপ্ত সচিব। জনাব নাজমুস সাকিব, সহ সভাপতি, গণঅধিকার পরিষদ, কেন্দ্রীয় কমিটি।

বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বুরহান উদ্দিন চৌধুরী , সাধারণ সম্পাদক, ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল। জনাব রায়হান আহমেদ, সহ সাধারণ সম্পাদক, নিরাপদ বাংলাদেশ চাই।

খন্দকার সাইদুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, কেন্দ্রীয় কমিটি।

আরো উপস্থিত ছিলেন রফি চৌধুরী , ইকবাল আহমেদ, মাহফুজ আহমেদ মুবিন, সাইফুল ইসলাম, রাশেদ রায়হান, আব্দুল গফফার, মেজবাহ উল হক বাবু, ফারুক আহমেদ, ইমাম হোসেন, শামীম আহমেদ, তন্ময়, নাসরিন জাহান, রকিব উদ্দিন, শামীম আহমেদ, রাশেদ জিসান, জহির আলী, হাসান আহমেদ, মাহিদুল ইসলাম রিমন, আব্দুল গাফফার, আজিজুর রহমান জুনেদ, আল আমিন ইসলাম সহ অসংখ্য প্রবাসী বাংলাদেশি।

বক্তারা রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের নিয়ে রাজনৈতিক ঘৃণা ষড়যন্ত্র বন্ধের কড়া হুশিয়ার প্রদান করেন। প্রবাসীরা সুদুর প্রবাসে মানবেতর জীবন যাপন করে দেশে রেমিট্যান্স পাঠায়। এই প্রবাসীরা প্রবাসে থাকলে দেশের লাভ ছাড়া কোন ক্ষতি নেই।

মানববন্ধনে উপস্থিত সকলে বাংলাদেশ ও বৃটেন সরকারকে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের দেশে ফিরিয়ে নেওয়ার অমানবিক এই চুক্তি বাতিলের জোরালো দাবি জানান।

এসো এক হই অধিকারের কথা কই

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ

কাজটি শেয়ার করুন

Comment

আপনি কি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সদস্য হতে চান?