প্রেস বিজ্ঞপ্তি:
১৫/০৪/২০২৪ইং
সূত্র: ৩০৪
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা জনাব নুরুল হক নুরের বিরুদ্ধে ছাত্রলীগের মামলায় আদালত কৃর্তক গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ:
আজ ১৫/০৪/২০২৪ইং সোমবার ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে চট্টগ্রামে ছাত্রলীগের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আদালত সূত্র জানায়, ২০২২ সালের ১৪ জুন ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আইন সম্পাদক শাহরিয়ার ইয়াসির আরাফাত বাদী হয়ে সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রাম ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হককে আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ১ জুন নূর বাংলা নিউজ বিডি নামের একটি পেজ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী, ছাত্রলীগ ও যুবলীগকে নিয়ে ‘কটূক্তি’ করেন এবং ফেসবুকে পোস্ট করেন।
ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের নেতাকর্মীরা এখন পর্যন্ত ২৭ বার ভিপি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্য হামলা করে গুরুতর আহত করেছে। অথচ এখন পর্যন্ত এসকল ন্য্যাক্কার জনক সন্ত্রাসী হামলার কোন সঠিক তদন্ত কিংবা দোষীদের বিচারের আওতায় আনা হয়নি। অথচ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের নেতাকর্মীদের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ করলেই ডিজিটাল নিরাপত্তা আইন নামক কালো আইন মামলা করে প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে। স্বাধীন রাষ্ট্রে আজ জনগন পরাধীন। জনগণের কথা বলার স্বাধীনতাটুকু নেই।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর প্রধান উপদেষ্টা ও গণঅধিকার পরিষদের নির্বাচিত সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ছাত্রলীগের মামলায় আদালত কৃর্তক গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ।
পাশাপাশি অবিলম্বে এই হয়রানি মূলক গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারসহ হয়রানিমূলক মামলা প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ।
ইঞ্জি: মো: কবীর হোসেন
সভাপতি
কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ
এস এম সাফায়েত হোসাইন
সাধারণ সম্পাদক
কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ
কাজটি শেয়ার করুন