গতকাল বৃহঃস্পতিবার ১৯/১০/২০২৩ইং বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালদ্বীপ শাখার উদ্যোগে মালদ্বীপের রাজধানী মালে সিটির স্থানীয় ১টি হল রুমে "প্রবাসীদের ভোটার করা ও জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশী দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোট প্রধান করার ব্যবস্থা শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা" অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা ও মতবিনিময় সভায় উপস্থিত সকল নেতাকর্মী মালদ্বীপে অতিদ্রুত বাংলাদেশী প্রবাসীদের ভোটার করার কার্যক্রম শুরু করা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশী দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোট প্রধান করার ব্যবস্থা করার জন্য বাংলাদেশ সরকার ও বাংলাদেশ নির্বাচন কমিশনের নিকট জোরালো দাবি জানায়।
গত সপ্তাহে বাংলাদেশ এয়ারপোর্টে ৪জন সিংগাপুর প্রবাসীর মূল্যবান জিনিস পত্র চুরি ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সৌদি প্রবাসীর পরিবারের ৩জন সদস্যকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।
একই সাথে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের যৌক্তিক ১০ দফা দাবি অতিশীগ্রই বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানানো হয়।
উক্ত আলোচনা ও মতবিনিময় সভায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালদ্বীপ শাখার গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক মো: আল আমিন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার মালদ্বীপ শাখার সম্মানিত সভাপতি জনাব মো: আলমগীর হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মো: রাশেদ খান। প্রধান বক্তা হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি ইন্জিনিয়ার জনাব মো: কবীর হোসেন।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ দুলাল আল মাইজভান্ডারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির মানব পাচার প্রতিরোধ বিষয়ক সম্পাদক জনাব জিয়া খাঁ ও মালদ্বীপ শাখার সাধারণ সম্পাদক জনাব মো: সরিফ। সভায় আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মামুন আবদুর রউফ, অর্থ বিষয়ক সম্পাদক জনাব আবদুল আউয়াল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জনাব ইফতি, সম্মানিত সদস্য জনাব আনোয়ার, জনাব ওমর ফারুক, জনাব মো: সাদ্দাম হোসেন, কাজী তৌহিদুল ইসলাম সহ আরো অনেক আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা ও মতবিনিময় সভার শেষে নিপিড়িত ও নির্যাতিত ফিলিস্তিনদের জন্য বিশেষ দোয়া করা হয়।
"এসো এক হই অধিকারের কথা কই"
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালদ্বীপ শাখা।
কাজটি শেয়ার করুন