News Photo

৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও পরিচিতি সভা - ইতালি শাখা

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সংগঠনটির নবগঠিত ইতালি শাখা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।

গতকাল ১৬ই মে, ২০২৩ইং মঙ্গলবার বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও ইতালি শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে ইতালির জেনেভা শহরের কহিনুর রেস্তোরাঁয়।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ইতালি শাখার সম্মানিত সভাপতি রহুল আমিন তালুকদারের সভাপতিত্বে, জানি আলম জনির সঞ্চালনায় সহ সভাপতি ইউসুফ মিয়া চৌকদারের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

উক্ত অনুষ্ঠানে অনলাইনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা ও গণঅধিকার পরিষদ এর সদস্য সচিব ভিপি নুরুল হক নুর ও বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার মো: কবীর হোসেন।

আরো বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ন আহ্বায়ক হাসান আল মামুন, বিন ইয়ামিন মোল্লা, সভাপতি, ছাত্র অধিকার পরিষদ, মন্জুর মোরশেদ, সভাপতি, যুব অধিকার পরিষদ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোমান জাননাহ, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবা শিপন, সমাজ সেবা সম্পাদক কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ইতালি শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সাংগঠনিক সম্পাদক খান মোহাম্মদ অপি, সহ সভাপতি এইচ এম ফারদিন ইয়ামিন, আলি ব্যাপারি, জেনেভা, ব্যবসায়ী হাবিবুর রহমান, ব্যবসায়ী শফিকুল ইসলামসহ প্রবাসী অধিকার পরিষদ ইতালি শাখার অসংখ্য নেতাকর্মী।

অনুষ্ঠানে উপস্থিত সকল নেতাকর্মীকে সংগঠনের লোগো সম্বলিত টি-শার্ট বিতরণ করা হয় ও উপস্থিত সকলের মাঝে ১০ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ইতালি শাখার সহ সভাপতি এইচ এম ফারদিন ইয়ামিন।

অনুষ্ঠানে উপস্থিত সকল নেতাকর্মী প্রবাসীদের যৌক্তিক ১০ দফা দাবি সরকারকে দ্রুত বাস্তবায়ন করার জন্য জোর দাবি জানান।

আলোচনা শেষে কেক কেটে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে উপস্থিত নেতাকর্মী। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ইতালি শাখার সম্মানিত সভাপতি রহুল আমিন তালুকদারের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

কাজটি শেয়ার করুন

Comment

আপনি কি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সদস্য হতে চান?