প্রবাসী অধিকার পরিষদ, ফ্রান্স শাখার উদ্যোগে প্রবাসীদের ভোটাধিকার শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ফ্রান্স শাখার উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আজ ২৫শে ডিসেম্বর রোজ সোমবার ২০২৩ ইং ফ্রান্সের রাজধানী প্যারিসের ক্যাতসীমা বটতলা রেস্তোরায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার হোসেনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের গণযোগাযোগ ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম (জহির) এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন সহ সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান এবং জাতীয় সংগীত পরিবেশন করেন যুগ্ম সাধারণ সম্পাদক তারেক হাসান সহ সকলে।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয় ও তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মো: কবীর হোসেন ভিডিও বার্তায় বক্তব্য রাখেন। তিনি বলেন, স্বাধীনতার পর আশ্বাস দেওয়া ব্যতিত কোন সরকারই জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেয় নাই। তিনি বলেন আর কোন সরকারের আশ্বাস নয় এবার সরকারকে প্রবাসীদের যৌক্তিক দাবি মেনে নিতে বাধ্য করা হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসী অধিকার পরিষদ ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক শাহীন আহমেদ (মড়ল),
সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন।
আরো বক্তব্য রাখেন সহ সভাপতি অংকুর দাশ অপু, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া, প্রচার সম্পাদক আশিকুর রহমান সহ আরো অনেকে।
উক্ত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ জাতীয় নির্বাচনে দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগসহ প্রবাসীদের যৌক্তিক দাবি গুলো বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
এসো এক হই প্রবাসীদের কথা কই
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ফ্রান্স
কাজটি শেয়ার করুন