News Photo

প্রবাসীদের ভোটাধিকার চাই - সংযুক্ত আরব আমিরাত শাখা

বাংলাদেশ প্রবাসি অধিকার পরিষদ, সংযুক্ত আরব আমিরাত শাখার আওতাধীন আবুধাবি শাখার উদ্দোগে আবুধাবির স্থানীয় কর্নফুলি রেস্তোরায় "প্রবাসীদের ভোটার করা ও জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশী দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোট প্রদান করার ব্যবস্থা শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা" অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা ও মতবিনিময় সভায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, আবুধাবি শাখার সাধারণ সম্পাদক ইলিয়াস অভির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, সংযুক্ত আরব আমিরাত শাখার কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক জনাব জুয়েল রানা।

আরো উপস্থিত ছিলেন আবুধাবি শাখার সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আকন্দ, দপ্তর সম্পাদক এস কে হৃদয় রানা ও সহ দপ্তর জুয়েল আলি এবং সাবেক শারজাহ্ শাখার সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন এবং আবু সুফিয়ান প্রমুখ।

আলোচনা ও মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ সরকার ও বাংলাদেশ নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে প্রবাসীদের ভোটার করার কার্যক্রম গতিশীল করা ও জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশী দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা করার জোর দাবি জানান।

এসো এক হই অধিকারের কথা কই

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ

কাজটি শেয়ার করুন

Comment

আপনি কি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সদস্য হতে চান?