শুল্ক না দিয়ে কত ইঞ্চি টিভি দেশে আনা যায়?

বিদেশ থেকে দেশে টিভি আনতে কত ইঞ্চিতে কত টাকা লাগে।

বিদেশ থেকে বাংলাদেশে ফেরার সময় একটি বিষয় নিয়ে অনেকেই চিন্তিত থাকেন, সেটি হলো শুল্ক না দিয়ে কত ইঞ্চি টিভি দেশে আনা যায় বা কত ইঞ্চিতে কত টাকা লাগে।

1. টেলিভিশন ২৯ ইঞ্চি পর্যন্ত শুল্কমুক্ত হিসেবে আনতে পারবেন।

2.  ৩০ থেকে ৩৬ ইঞ্চি হলে ১০,০০০ টাকা শুল্ক দিতে হবে।
3. ৩৭ থেকে ৪২ ইঞ্চি হলে ২০,০০০ টাকা শুল্ক পরিশোধ করতে হবে।
4. ৪৩ থেকে ৪৬ ইঞ্চি হলে ৩০,০০০ টাকা শুল্ক পরিশোধ করতে হবে।
5. ৪৭থেকে ৫২ইঞ্চি হলে ৫০,০০০ টাকা শুল্ক পরিশোধ করতে হবে।
6. ৫৩ থেকে ৬৫ ইঞ্চি হলে ৭০,০০০ টাকা শুল্ক পরিশোধ করতে হবে।
7. ৬৬ ইঞ্চির থেকে এর বেশি হলে ৯০,০০০ টাকা শুল্ক পরিশোধ করতে হবে।

বিদেশ থেকে ঢাকায় বিমানবন্দরে এসে, সোনালী ব্যাংকের মাধ্যমে আপনি শুল্ক পরিশোধ করতে পারবেন।

বিশেষ অনুরোধ, দয়া করে বিদেশে থেকে পুরাতন টিভি আনবেন না। দেশে আনার পর এসব টিভি নষ্ট হলে দেশের পরিবেশের জন্য ক্ষতিকর। এসব যন্ত্রপাতিতে মানবস্বাস্থ্য ও প্রাকৃতিক পরিবেশের জন্য অনেক ক্ষতিকর উপাদান থাকে। সিসা, পারদ, ক্যাডমিয়াম, বেরিলিয়াম, লিড অক্সাইড প্রভৃতি ধাতব ও রাসায়নিক উপাদান মানুষের স্নায়ুতন্ত্র, যকৃৎ, বৃক্ক, হৃদ্যন্ত্র, ফুসফুস, মস্তিষ্ক, ত্বক ইত্যাদির জন্য ক্ষতিকর।

আপনি কি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সদস্য হতে চান?